নতুন রুপকথা
আসসালামুয়ালাইকুম কেমোন আছেন ? আমি নতুন রুপকথা। আজ আমি একটা গুরুত্বপূর্ণ এবং দরকারি পোষ্ট আপনাদের জন্য হাজির হলাম । ঘরে বসেই পাসপোর্টের জন্য আবেদন ।

আপনার প্রথম ধাপের কাজ শেষ …………।
আসসালামুয়ালাইকুম কেমোন আছেন ? আমি নতুন রুপকথা। আজ আমি একটা গুরুত্বপূর্ণ এবং দরকারি পোষ্ট আপনাদের জন্য হাজির হলাম । ঘরে বসেই পাসপোর্টের জন্য আবেদন ।
শিক্ষা,চিকিৎসা,ভ্রমন,অফিসিয়াল এবং বিভিন্ন রকম কাজের জন্য দেশের বাহিরে যেতে হয়। আমরা সবাই জানি বিদেশ যাওয়ার প্রথম কাজ হচ্ছে পাসপোর্ট নেওয়া। স্বাবাভিক ভাবে পাসপোর্ট এর জন্য আবেদন অনেক ঝামেলার বেপার এবং ব্যাপক কষ্ট সাধ্য এবং হয়রানি তো আছেই ।আজ আপনাদের আমন উপায় বলে দিব যাতে করে আপনি ঘরে বসে ইন্টারনেট এর মাদ্ধমে পাসপোর্টের আবেদন করতে পারবেন। যেই ওয়েব সাইট এ আবেদন করবেন সেই ওয়েবসাইট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর নিজস্ব ওয়েবসাইট ।
আবেদন করার উপায়ঃ
- আপনি যদি অনলাইন এ পাসপোর্টের জন্য আবেদন করতে চান তাহলে প্রথমে এখানে ক্লিক করুন। তাহলে নিচের মতো একটি পেজ আসবে।
- তার পর পেজ এর নিচের I have read the above information and the relevant guidance notes. একটা ক্লিক দেন এবং CONTINUE TO ONLINE ENROLMENT এ ক্লিক করেন।
- ক্লিক করার পর ৫-১০ লোডিং করার পর নতুন পেজ আসবে।
- নতুন এই পেজ টায় আপনি আপনার সকল * দেওয়া ঘর গুলো পুরন করবেন।
- যেই দেশ থাকে আবেদন করছেন সেই দেশের নাম দেবেন।
- পাসপোর্ট টাইপ ORDINARY দেবেন ।
- Delivery Type: আপনার প্রয়োজন মতো দেবেন ।
- তবে Regular দেলে ভালো হয়,
- আর্জেন্ট হলে এক্সপ্রেস দেবেন।
- নিচের ছবির মতো ।
পার্সোনাল ইনফর্মেশন
- name of applicent: আপনার সম্পূর্ণ নাম দিন।
- fast gigen name: প্র্যয়োজন নেই।
- second name : আপনার ডাক নাম যেই নামে আপনাকে সবাই চেনে সেই নাম দিন।
- আপনার বয়স যদি ১৬ বছরের কম হয় তাহলে gurdian ট্যাব এ ক্লিক করেন।
- তার পর আপনার পিতার নাম মাতার নাম ঠিক মতো দিন।
- সঠিক উচ্চতা ।বর্তমান ইমেইল দিন।
Citizenship Information
- জাতীয়তা বাংলাদেশি দিন ,
- citizenship status ; by birth দিন ,
- dual citizenship থাকলে দিন ,
- spouse যদি থাকে নাম ঠিকানা দিন ।
- না থাকলে কিছু লেখার প্রয়োজন নেই।
- তার পর আপনার জন্ম তারিখ,লিঙ্গ,জন্ম সনদ এর নাম্বার দিন ।
,
- বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা দিন ।বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানএকি হলে same as avove এ ক্লিক করেন।
- তার পর ফরম পুরন করেন সঠিক তথ্য দিয়ে,
- শেষে save and next এ ক্লিক করেন।
আপনার প্রথম ধাপের কাজ শেষ …………।
২য় ধাপ
২য় শুরুতেই আপনার সাথে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দিন, তার পর আপনার অন্ন কোন পরিচিত মানুষের নাম্বের দিন যাতে করে আনাপর সাথ যোগাযোগ করা যায়,
old pasport information :
- আপনার যদি আগে পাসপোর্ট করা থাকে তাহলে ওই ঘর পুরন করেন।
payment option:
আপনি যদি আপনার ব্যাংকের মাধ্যমে পাসপোর্ট এর টাকা প্রদান করতে চান তাহলে এই অপশন পুরন করেন,সঠিক ভাবে। সেভ এবং নেক্সট বাটন এ ক্লিক করেন ।

- আপনার দেওয়া সকল তথ্য জমা হল আপনি আক্তা নতুন পেজ পাবেন যাতে আপনার আবদনের নাম্বার থাকবে ।
- এছাড় ওা আপনার সকল তথ্য পাবেন। তথ্য গুল ডাউনলোড করে নিন।
আবেদন করার জন্য যা যা লাগবে এবং শর্ত সমূহ >(ওয়েবসাইট থেকে নেওয়া)
- ১। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাষিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মকর্তা/কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি ও তাদের নির্ভরশীল স্ত্রী/স্বামী এবং সরকারি চাকুরীজীবিগণের ১৫ (পনের) বৎসরের কম বয়সের সন্তান, ৫ (পাঁচ)/১০ (দশ) বৎসরের অতিক্রান্ত, সমর্পণকৃত (সারেন্ডারড)দের জন্য একটি ফরম ও অন্যান্যদের ক্ষেত্রে নতুন পাসপোর্টের জন্য ২ (দুই) কপি পূরণকৃত পাসপোর্ট ফরম দাখিল করতে হবে।
- ২। অপ্রাপ্তবয়স্ক (১৫ বছরের কম) আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারীর পিতা ও মাতার একটি করে রঙিন ছবি (৩০ x ২৫ মিঃমিঃ) আঠা দিয়ে লাগানোর পর সত্যায়ন করতে হবে।
- ৩। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক টেকনক্যাল সনদসমূহের (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) সত্যায়িত ফটোকপি।
- ৪। যে সকল ব্যক্তিগণ পাসপোর্টের আবেদনপত্র ও ছবি প্রত্যায়ন ও সত্যায়ন করতে পারবেন – সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র ও কাউন্সিলরগণ, গেজেটেড কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও পৌর কাউন্সিলরগণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বেসরকারি কলেজের অধ্যক্ষ, বেসরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, নোটারী পাবলিক ও আধাসরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত সংস্থার জাতীয় বেতন স্কেলের ৭ম ও তদুর্ধ্ব গ্রেডের গ্রেডের কর্মকর্তাগণ।
- ৫। প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/এনওসি(NOC) দাখিল করতে হবে।
- ৬। কূটনৈতিক পাসপোর্ট লাভের যোগ্য আবেদনকারীগণকে পূরণকৃত ফরম ও সংযুক্তিসমূহ পররাষ্ট্র মন্ত্রনালয়ে জমা দিতে হবে।
- ৭। শিক্ষাগত বা চাকুরীসূত্রে প্রাপ্ত পদবীসমূহ (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, পিএইচডি ইত্যাদি) নামের অংশ হিসেবে পরিগণিত হবে না। ফরমের ক্রমিক নং ৩ পূরনের ক্ষেত্রে, একাধিক অংশ থাকলে প্রতি অংশের মাঝখানে ১টি ঘর শূন্য রেখে পূরণ করতে হবে। আবেদনকারীর পিতা, মাতা, স্বামী/স্ত্রী মৃত হলেও তার/তাদের নামের পূর্বে ‘মৃত/মরহুম/Late’ লেখা যাবে না।
- আবেদন করার ১৫ দিনের মদ্ধে অবশ্যই স্থানীয় পাসপোর্ট অফিস এ যোগাযোগ করতে হবে ।
কেমন হল বলবেন ।আর আমার জন্য দোয়া করবেন যাতে ভাল কিছু পোস্ট লিখতে পারি।
4 comments:
I simply could not depart your web site prior to suggesting that I actually loved the standard information a person supply on your visitors?
Is going to be again often in order to inspect new posts
My blog post twitter hack
আমিও অনলাইনে ফর্ম পূরন করেছিলাম। অনলাইনে পূরন করলে পাসপোর্টে ভূল হাবার চান্স কম থাকে।
Very nice and detail post on online Bangladesh Passport apply. Thank you for sharing here.
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাইট ভিজিট করে মন্তব্য দেয়ার জন্য
Post a Comment