Windows কে দেখিয়ে দিন বুড়ো আঙ্গুল আর উপভোগ করুন Full Speed এ Download এবং Browse। সব পদ্ধতি এখন আপনার হাতের মুঠোয়
ছবি - Shutter Stock
এর জন্য কিছু পদ্ধতি রয়েছে। পদ্ধতি গুলো আমি ধাপে ধাপে তুলে ধরব। আমি নিজে এ পদ্ধতি গুলো ব্যবহার করে আমার windows থেকে ১০০% নেট Speed পাচ্ছি। তাই আপনাদের কাছে শেয়ার করলাম।

এ পদ্ধতিতে যাওয়ার আগে আপনার নেট Speed দেখেনিন। পদ্ধতি শেষ করার পর আপানার পিসি টি Restart দিন এবং নেট Speed চেক করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আপনার নেট Speed বেরছে কিনা?
পদ্ধতি ১ Drain out DNS Cache
এ পদ্ধতি টি খুবই সহজ।নিচে তুলে ধরলাম।- প্রথমে আপনি CMD অপেন করুন Run as administrator দিয়ে।(Cmd লিখে windows যে drive এ আছে সেখানে Search দিন।তাহলে cmd পাবেন)
- এখন টাইপ করুন IPCONFIG /FLUSHDNS এবং ইন্টার চাপুন।
- নিচের ছবির মত হলে Close করে দিন।
পদ্ধতি ২ Disable Unnecessary Services
এ পদ্ধতি টি একটু ভাল ভাবে বুঝে করবেন।কিছু service আছে যে গুল আপনার নেট Speed কমিয়ে দেয়।তাই সে গুল কে নিয়ন্তন করার পদ্ধতি নিচে দিয়ে দিলাম।
- Run গিয়ে services.msc লিখে Enter চাপুন।
- নিচের ছবির মত আসবে
- এখন নিচের service গুলতে right click করে properties এ click করুন।
service গুলোর নাম।সব গুল service কে উপরের নিয়মে করতে হবে।
Diagnostic Policy Service, Distributed Link Tracking Client, Offline Files, Performance Logs & Alerts, Program Compatibility Assistant Service, Secondary Logon, Windows Error Reporting Service, Windows Image Acquisition (WIA)
পদ্ধতি ৩ Reset WinSock
WinSock রিসেট দিলে আপনার ইন্টারনেট এর গতি বেরে যায়। তাই মঝে মাঝে WinSock রিসেট দিবেন।কি ভাবে WinSock রিসেট দেবেন নিচে তুলে ধরলাম।- CMD অপেন করুন Run as administrator দিয়ে।
- এখন NETSH INT IP RESET C:\RESETLOG.txt লিখে ইন্টার চাপুন
- নিচের ছবির মত আসলে Cmd Close করুন।ব্যাস এটুকুই।
পদ্ধতি ৪ Update Network Card Driver
এ পদ্ধতিতে আপনার Network Card Driver সফট টি Update করে নিতে হবে। আমাদের motherboard সিডি তে নতুন Network Card Driver থাকে না। তাই এটিও নেট speed কম হওয়ার কারন।কিভাবে নতুন Network Card Driver সফট টি আপডেট করব তা নিচে দিলাম।
- device manager ওপেন করুন।
- Network adapters এ ভিতরে ঢুকুন।
- আপনার Network Card Driver right click করে Update Driver Software click করুন।
- নিচের ছবির মত আসলে Search automatically for updated driver software এ click করে
পদ্ধতি ৫ Disable Bandwidth Reserves
এ পদ্ধতিটি দুই ভাগে ভাগ করা হয়েছে। এ পদ্ধতি টি হয়ত অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য কঠিন।পদ্ধতি 1
- Run গিয়ে gpedit.msc টাইপ করে ইন্টার চাপুন।নিচে ছবির মত আসবে

- এবার এভাবে ধাপে ধাপে যান Local Computer Policy\Computer Configuration\Administrative Templates\Network\QoS Packet Scheduler
- এবার Limit reservable bandwidth এ right click করে Edit এ click করুন।
- নিচের ছবির মত আসলে enabled এ click করুন এবং Bandwidth limit to”0 লিখে ok দিয়ে বের হয়ে যান।
পদ্ধতি 2
- Run গিয়ে regedit.exe টাইপ করে ইন্টার চাপুন।নিচে ছবির মত আসবে
- এবার এভাবে ধাপে ধাপে যান HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Policies\Microsoft\Windows
- এবার Pshed click করুন।দেখবেন ডান পাশে এই লিখাটি আছে NonBestEffortLimit।
- NonBestEffortLimit right click করে Modify এ ঢুকুন।
- এখন Decimal এ click করুন এবং Value data 1 থেকে 100 দিন।তারপর ok দিন।
সব গুল ধাপ শেষ করে আপনার computer টি Restart দিন। এখন উপভোগ করুন আপনার windows এ ১০০% Bandwidth। দেখবেন আপনার নেট অনেক খানি ফাস্ট হয়েছে। সব গুল পদ্ধতি আপনি ভাল ভাবে শেষ করতে পারলে windows এ ১০০% Bandwidth পারবেন।
আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও টিউট্রিয়াল দিয়ে দিচ্ছি
9 comments:
Hi Can I have admin's email address?
Pls add here our Online Newspaper http://www.theglobalnews24.com
Many thanks for your support.
Thanks for your wonderful article. I have also written an article on how to make your pc faster. If you have time you can visit http://businessheading.com
ভাল লাগলো কিন্তু এতো গুলো কাজ করতে হবে কাজ কি করবে ।somokal
Good article. AWESOME MY INTERNET IS FAST NOW! Thank you Bro.
not working http://lifemaza.com
What a great article!. Your posts is really helpful for me.Thanks for your wonderful post. I am very happy to read your post SSC Exam Result 2020 Check Your Result Download the Full Marksheet 2020 SSC Result 2020
What a great article!. Your posts is really helpful for me.Thanks for your wonderful post. I am very happy to read your post SSC Exam Result 2020 Check Your Result Download the Full Marksheet 2020 SSC Result 2020 Honours 4th Year New Routine 2020 Honours 4th Year Routine 2020 HSC New Routine 2020 HSC Routine 2020 Honours 2nd Year Result 2020 Check Your Result Honours 2nd Year Result 2020 JSC Scholarship Result 2020 Check Your Result JSC/JDC Scholarship Result 2020 HSC Result 2020 Check Your Result HSC Result PSC Result 2020 Check Your Result Download Marksheet. JSC Result 2020 Check Your Result
Nutshell24.com ওয়েবসাইটেও দেখলাম এমন অনেক ভালো কনটেন্ট রয়েছে।
Post a Comment