মোঃ ফাহিম রেজা
আপনি আগে আপনার ডোমেইন নেম টা নির্বাচন করুন এরপর আপনার ডোমেইন নেম সার্চ চেক করে দেখুন ফাকা আছে কি না। যদি ফাকা থেকে আপনি এটা ইন্টারনেট থেকে ডোমেইন টা কিনতে পারবেন । অনলাইন এ ডোমেইন নেম রেজিস্ট্রেশন করার কয় একটা পপুলার সাইট হল www.godaddy.com , www.smallbusiness.yahoo.com , www.bluehost.com । এগুলো থেকে ডোমেইন নেম করতে আপনার আপনার খরজ হবে ৭-১০ ডলারের মত যা বাংলাদেশি টাকায় প্রায় ৬০০-৭০০ টাকা । এবং প্রতি বছর এর রেনু ফি ৭-১০ ডলার অর্থাৎ আপনার প্রতি বছর ব্যয় হচ্ছে প্রায় ৭০০ টাকা । খূব একটা বেশি না । আর আপনি অনলাইনে এই ডোমেইন নেম কিনতে আপনাকে পেপাল বা ভিসা কার্ড ,মার্স্টার কার্ড ব্যবহার করতে হবে। এছাড়া এ ব্যবস্থা না থাকলে আপনি বাংলাদেশী কোম্পানি গুলো হতে আপনি বাংলাদেশী টাকায় ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে পারবেন । w3solutionsbd.com , www.host4bd.com , www.ancbd.com , www.hostbangla.com , www.w3hostbd.com ইত্যাদি ।
আর আপনি যদি প্রথমে এই ফ্রী ডোমেইন নেম এ আপনা ব্লগ বা সাইট চালু করতে চান তাহলে তাহলে আপনি www.co.cc তে দেখতে পারেন । এটা এদের সেবা অনেক ভাল। তাছারা আপনি www.dot.tk , www.nic.cz.cc দেখতে পারেন এদের ও সেবা অনেক ভাল । তবে আমার কাছে www.co.cc টাই ভাল লেগেছে । এতখন ত বললাম ডোমেইন নেম রেজিস্ট্রেশন এর কথা , এবার আমি ডোমেইন নেম নেয়ার সময় যে দিক গুলোর কথা আপনার খেয়াল রাখতে হবে তাহল
- সবচেয়ে সহজ নামে ডোমেইন নেম নির্বাচন করুন যাতে আপনার ভিজিটরা সহজে আপনার ডোমেইন নেম টা মনে রাখতে পারে ।যেমন www.bdtutorial24.com
- আপনার ডোমেইন নেম যাতে কোন বড় মানের ওয়েবসাইটের [www.google.com ,www.yahoo.com] সাথে মিলে না যায় । যেমন www.bdyahoo24.com , www.bdgoogle24.com ইত্যাদি। এতে আপনার ডোমেইন নেম সমস্যা হতে পারে এবং আপনার নামে বাতিল হতে পারে ।তাই এ বিষয় টা মনে রাখবেন ।
- ডোমেইন নেম বড় হলে যেমন www.fahimrezabadhon.com এটা মনে রাখা কঠিন হতে পারে , তাই এই নামের মাঝে আপনি ডেশ [-] ব্যবহার করতে পারেন যেমন www.fahim-reza-badhon.com ।
- ডোমেইন নেম বড় করা হতে বিরত থাকুন । যেমন www.thelongestlistofthelongeststuffatthelongestdomainnameatlonglast.com
ওয়েব হোস্টিং
ওয়েব হোস্টিং বলতে আমরা বুঝি কোন হোস্টিং কোম্পানি টাকার বিনিময়ে তাদের সার্ভারে ওয়েব সাইট এর যাবতিয় তথ্য রাখার জন্য নির্দিস্ট পরিমান জায়গা বরাদ্দ দেয়া । আপনি ওয়েব হোস্টিং কিনতে পারবেন www.godaddy.com , www.bluehost.com হতে । এছাড়া আপনি বাংলাদেশী কোম্পানি গুলো হতে আপনি বাংলাদেশী টাকায় ওয়েব হোস্টিং কিনতে পারবেন । w3solutionsbd.com , www.host4bd.com , www.ancbd.com , www.hostbangla.com , www.w3hostbd.com ইত্যাদি ।

আর আপনি যদি ফ্রী ওয়েব হোস্টিং ব্যবহার করতে চাইলে www.byethost.com ,www.000webhost.com দেখতে পারেন । এর মধ্যে www.byethost.com টা অনেক ভাল হবে । এদের সার্ভিস মোটামোটি ভালই । তবে হোস্টিং নেয়ার সময় কিছু জিনিস আপনার মাথায় অবশ্যই রাখতে হবে তাহল
- আপনার ব্লগ বা সাইট এ যখন কোন ভিজিট প্রবেশ করে তখন আপনার সাইট বিভিন্ন পেজ আপনার ভিজিট এর কম্পিউটার এ ডাউনলোড হতে থাকে ,আর এই সম্পুন ডাউনলোড লিস্ট আপনার হোস্টিং কোম্পানি কাছে থাকে ,আর এর উপর হোস্টিং কোম্পানি আপনাকে ব্যান্ডউইড প্রদান করে থাকে । ১গিবি ব্যান্ডউইড আপনার ব্লগ সেফ থাকবে । প্রয়োজনে পরে বারিয়ে নিতে পারবেন ।
- ওয়েব স্পেস টা আপনার নিজের উপর নির্ভর করে । আপনি ব্লগ বানাতে গেলে ১০০মেগাবাইট দিয়ে শুরু করতে পারেন । প্রয়োজনে পরে বারিয়ে নিতে পারবেন ।
- আপটাইম হল হোস্টিং কোম্পানি সার্ভার চালু থাকার সময় । আপনার আপনার সাইট/ব্লগ এর জন্য খুবেই জরুরি বিষয় । কারন কোম্পানি সার্ভার যতখন চালু থাকবে আপনার সাইট ও ততখন চালু থাকবে । প্রতিটি হোস্টিং কোম্পানি সার্ভার ৯৯.৯৯% চালু থাকার কথা বলে তবে এটা সম্ভব হয় না । তাই হোস্টিং নেয়ার সময় এই দিকটা খেয়াল রাখা উচিত।
6 comments:
wow this is really important information for me thanks for excellent post.
Visit for private catering
Thanks for the comment
many many thanks to share thistips
Thanks for your comment.
bi godda thaka ke babe domain nebo akto bolben please.techarticle
যে সাইট থেকে ডোমেইন নিতে চান, সেখানে ঢুকে নিয়ম-কানুন জেনে নিন এবং অনলাইনেও কিনতে পারে।
Post a Comment