ঘরে বসে খাবার অর্ডার দেয়ার সুবিধা নিয়ে এলো ফুডপান্ডা। আলসেমীর কারনে ঘরের বাইরে গিয়ে খাবার খেতে না চাইলে এখন ফুডপান্ডাই আপনার দুয়ারে পৌছে দিবে। এধরনের সেবা বাংলাদেশে নতুন হলেও ফুডপান্ডা বেশ দক্ষতার সাথেই কাজ করে যাচ্ছে।
ঘরে বসে খাবারের এই সুবিধা পেতে প্রথমে ভিজিট করুন www.foodpanda.com.bd । তারপর আপনি কোন স্থানে বাস করছেন সেটি নির্বাচন করু, রেস্টুরেন্ট নির্বাচন করুন, খাবার নির্বাচন করে অর্ডার দিন। খাবার পৌছে যাবে আপনার ঘরে, তারপর মূল্য পরিশোধ করুন।
ফুডপান্ডার জন্য আইফোন এবং এন্ড্রয়েড এপ্লিকেশনও রয়েছে যেগুলো ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। আজই অর্ডার করুন ফুডপান্ডায় আর আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের সাথে।
4 comments:
this is awesome. i like this....helpful for many bangladeshis
তাহলে তো অর্ডার করতে হবে ।
--ধন্যবাদ
আমি অর্ডার করেছিলাম। ভালোই সার্ভিস
Thanks
Post a Comment