নষ্ট মোবাইলের ব্যটারী দিয়ে ডিজিটাল টর্চ লাইট তৈরী করি

Saturday, June 8, 2013

SHAMBHU PAL'S BLOG

যা যা লাগবে

1)    নষ্ট  মোবাইলের ব্যটারী- 0 /=
2)    তিনটা LED বাল্প-      ৯/=
3)    ১টি সুইচ + চার্জ পিন-     ৫/=
4)    1 k ohm  রেজিটেন্স-  ১/=
5)    অনিক টেলিকম এর নষ্ট চার্জারের বডি/কেনা বডি
যেভাবে শুর“ করবঃ-
প্রথম অনিক চার্জারের বডিকে একট স্লিপ করে কেটে নিই।


মাথার দিকে তিনটা ছিদ্র কর“ন৷
ছিদ্রটা যেন LED বাল্পের মত হয়৷
এবার LED বাল্পের Positive প্রান্—ের সঙ্গে Positive এবং Negative  প্রান্—ের সঙ্গে Negative অপর বাল্পটি  শুধু  Wire দিয়ে same way তে যুক্ত করি৷

এবার চার্জ পিনের
নীচটা  Positive প্রান্— এবং Negative তে আছে৷
বেটারী Positive এর সাথে চার্জ পিনের
Positive এবং Negative এর সাথে Negative প্রান্— যুক্ত করি৷


আর একটি ছিদ্র করি, চার্জ দেয়ার জন্যে।
| চার্জ পিন Super glue দিয়ে আটকিয়ে দিই চিত্রের মত করে৷
এবারে বেটারী থেকে বাল্পের সংযোগ দিই৷
সুইচ লাগাই চিত্রের মত করে৷ সুইচটা যেন বাল্পের পেছনে লাগানো হয়  চিত্রের মত করে৷
ব্যস কাজ শেষ৷
ব্যাক প্যাকেটটা বালো যোন পে­ন প্লাষ্টিক
দিয়ে লাগিয়ে দিয়ে হয়ে গেল একটি স্লিম লাইট৷

সাবধানতাঃ
১)    চার্জ ঘড়ি ধরে ২০ মিনিট দিতে হবে।
2)    একটু ভালো করে বুঝে লাগাতে হবে৷
3)    নিজে লা পারলে কোন মেকার/টেকনিশিয়ানের সাহায্য নিতে হবে৷

0 comments:

Post a Comment

 

Daily visitors counter

Total pages seen

Powered by Blogger.

Search

Translate This Blog

Popular Posts

Alexa Rating Checker

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service

 

© 2010 Media Master