T&T নম্বর দিয়ে এবার আপনাকে যে ডিস্টার্ব করবে তার ১২টা বাজিয়ে দিন!

Saturday, June 8, 2013

দুরন্ত তৌফিক 

কিন্তু এতো ঝামেলার মধ্যে কে যায়?? যদি আপনি নিজেই সেই ডিস্টার্বকারীর Address বের করতে পারেন ! ! !

চলুন শিখে নিই,কীভাবে আপনি এই কাজটি করবেন।
প্রথমে এখানে ক্লিক করুন http://203.112.222.42
এবার নিচের ছবির মত একটি পেজ আসবে। সেখান থেকে Login এ ক্লিক করুন।

তারপর যেই উইন্ডোটা আসবে সেখানে Login করার জন্য ২ টি বক্স দেখা যাবে।



প্রথম বক্সটিতে অর্থ্যাৎ Customer ID(Area Code+Phone) এ আপনি যেই নম্বরের Address বের করতে চান সেই নম্বরের এরিয়া কোড সহ লিখুন। [যেমন : 02XXXXXXX .এখানে ০২ এরিয়া কোড। ]
২য় বক্সে ও আপনি একই ভাবে ওই নম্ববটি এরিয়া কোড সহ বসাবেন। এরপর Login এ ক্লিক করুন।
এরপর যেই পেজটি আসবে সেইখান থেকে নিচের ছবির মত PRINT/VIEW CUSTOMER BILL সিলেক্ট করুন।

তারপর PRINT/VIEW DUPLICATE BILL (AFTER JULY 2009) অথবা PRINT/VIEW DUPLICATE BILL (BEFORE JULY 2009) সিলেক্ট করবেন।

এবার যেই পেজ আসবে সেখানে যদি PRINT/VIEW DUPLICATE BILL (AFTER JULY 2009) সিলেক্ট করে থাকেন তবে জুলাই ২০০৯ এর পরের কোন মাস এবং বছর লিখে Submit করুন।
আর যদি PRINT/VIEW DUPLICATE BILL (BEFORE JULY 2009) সিলেক্ট করে থাকেন তাহলে,জুলাই ২০০৯ এর আগের কোন মাস এবং বছর লিখে Submit করুন

এবার নিচের ছবির মত একটি বিলের পেজ আসবে। আর আশা করি আপনারা জানেন যে, বিলের TnT বিলের পেজে বাসার ঠিকানা লেখা থাকে।

হে হে হেহ! ;-) কি এবার তাহলে যেই TnT নম্বর দিয়ে ফোনে ডিস্টার্ব করবে তার ১২টা বাজায় দিন। আরেকটা জিনিসও শিখিয়ে দেই। ইচ্ছা করলে আপনি এই সিস্টেমটা বাতিল করে দিতে পারেন যাতে কেউ আপনার TnT নম্বর দিয়ে আপনার Address বের না করতে পারে। খুব সোজা কাজ ৩য় ছবিটা লক্ষ্য করুন, সেখানে Change Password অপশনটা সিলেক্ট করে Password Change করে আপনার ইচ্ছামত Password দিয়ে দিন। ব্যস ! এবার আপনাকে কেউ বের করতে পারবে না।(BTCL অফিসের সাহায্য ছাড়া ) :P
[বিঃদ্রঃ পোস্টটি শিক্ষনীয়, তাই কেউ পোস্টটির Misuse করলে পোস্টের লেখক দায়ী থাকবে না ]

0 comments:

Post a Comment

 

Daily visitors counter

Total pages seen

Powered by Blogger.

Search

Translate This Blog

Popular Posts

Alexa Rating Checker

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service

 

© 2010 Media Master